লাহোর শিবিরে যোগ দিলেন মিরাজ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৭:১৭ পিএম
লাহোর শিবিরে যোগ দিলেন মিরাজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে লাহোরে পৌঁছেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের পাকিস্তানে পৌছানোর খবর জানিয়ে তাকে ‘স্পিন জাদুকর’ হিসেবে আখ্যায়িত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। পিএসএল খেলতে গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করেন মিরাজ। আরব আমিরাতে ট্রানজিট হয়ে গতকাল বুধবার সকালে পৌঁছে যান লাহোরে। সেখানেই যোগ দেন দলের সাথে। মিরাজকে স্পিন জাদুকর আখ্যা দিয়ে দারুণভাবে স্বাগত জানিয়েছে দল। ফ্র্যাঞ্চাইজিটি মিরাজের ছবি পোস্ট করে লিখেছে, ‘স্পিন উইজার্ড শহরে চলে এসেছেন। পিএসএলের বাকি অংশ খেলতে মিরাজ এখন লাহোরে। কালান্দার ভক্তরা, চলুন আমাদের কালান্দার ভাইকে স্বাগত জানাই।’ মিরাজ ছাড়াও দলটিতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে চলতি আসরেই লাহোরের জার্সি গায়ে জড়ান রিশাদ হোসেন। তিনি অবশ্য এ মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। বিপিএলের সর্বশেষ আসরের সেরা খেলোয়াড় মিরাজের আবার জায়গা হয়নি জাতীয় দলে। এ বিষয়ে দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘আমি যদি টি-২০ স্কোয়াডে থাকতাম তাহলে পিএসএল খেলতে যেতে পারতাম না। যেটা হয় ভালোর জন্যই হয়। আমি এটা ইতিবাচকভাবেই নিচ্ছি। যারা দল নির্বাচন করেছেন তাদের অনেক চিন্তাভাবনা ও পরিকল্পনা থাকে। আমার কাছে মনে হয় ইতিবাচকই হয়েছে।’ বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের মিলনমেলা বিপিএল। সেই বিপিএলের সেরা খেলোয়াড় হয়েও কেন তিনি জাতীয় দলে নেই- মিরাজ অবশ্য এই অঙ্কটা আজ পর্যন্ত মেলাতে পারেননি। তিনি বলেন, ‘আমার চেয়ে নির্বাচকরা ভালো বলতে পারবেন। তারা যেভাবে চিন্তা করেন, হয়ত ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছিলাম। বেশ কিছু টি-২০’তে ভালোও খেলেছিলাম। মেনে নিতে হয়ৃ ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়। আমি ইতিবাচক চিন্তা করি, সব কিছু ইতিবাচকভাবে নিই।’