আগামী শনিবার থেকে পাওয়া যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট

এফএনএস স্পোর্টস
: | আপডেট: ২১ মে, ২০২৫, ০৭:১৮ পিএম : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৭:১৮ পিএম
আগামী শনিবার থেকে পাওয়া যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট

২০২০ সালে সবশেষ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। সংস্কারের প্রায় চার বছর পর আবারও ঢাকা স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে এই স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য দর্শকদের টিকিট পাওয়া যাবে অনলাইনে। টিকিট কেনা যাবে আগামী শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই (ঃরপশরভু.ষরাব) ডট লাইভে। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবে। বুধবার বাফুফের কম্পিটিশন কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে।’ টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে জানান, ‘আমাদের ওয়েবাসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে, সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে। একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ ৫টি টিকিট সংগ্রহ করতে পারবে।’ অনলাইনে টিকিটের সংখ্যা সম্পর্কে ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আমরা দেশের ফুটবলের স্টেকহোল্ডারদের কিছু সংখ্যক টিকিট রেখে বাকি সব অনলাইনে দেবো।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে