মতলবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৭:২৮ পিএম
মতলবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা খাদ্য গুদামের আয়োজনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২১ মে বুধবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন। 

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চৈতন্য পাল, খাদ্য গুদাম কর্মকর্তা খালেদা আক্তার, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমসহ কৃষকগণ উপস্থিত ছিলেন। 

জানা যায়, এ বছর মতলব দক্ষিণ উপজেলা খাদ্য গুদামে ৩০৬ মেট্রিকটন ধান ও ৯৫ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধান ৩৬ টাকা ও প্রতি কেজি চাল ৪৯ টাকা ধরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে বাজারে ন্যায্যমূল্য ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা কেজিতে কেনার বিষয়টি নিশ্চিত করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে