পাংশায় ২ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৭:৩২ পিএম
পাংশায় ২ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাংশা উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। কুষ্টিয়া রাজবাড়ী হাইওয়ের গোপালপুর নামক স্থানে ২১ মে বুধবার বেলা ৩টায় মাটির ড্রামের সাথে মোটর বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়।  নিহতরা হলো কুরবান শেখ (৫৫) পিতা : মৃত হাবু শেখ গ্রাম কমলাপুর, অপরজন অশোক কুমার রায় (৬০) পিতা মৃত ফনি ভূষণ রায় গ্রাম জানীপুর। দুজনেই জুয়েলারি ব্যবসায়ী। উভয়ই  কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বাসিন্দা। তারা পাংশা উপজেলা সদরে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি  ফেরার পথে গোপালপুর নামক স্থানে গেলে দুর্ঘটনার শিকার হয়। পরে তাদের পাংশা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাংশা হাইওয়ে থানার এস আই সাজ্জাদ বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

একই দিন দুপুরে অপর দুর্ঘটনা ঘটে হাবাসপুর ইউপির  মাঠপাড়া এলাকায় । রাস্তা পারাপারের সময় লোকমান (৫০) নামে একজন নির্মাণ শ্রমিক মোটরসাইকেলের সাথে ধাক্কায় নিহত হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে