কুমিল্লাসহ মুরাদনগর এলাকার বিভিন্ন অসহায় মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এতে সর্বশান্ত হচ্ছে অসহায় দরিদ্র পরিবার। প্রতারক রুবেলের খপ্পড়ে পড়ে সর্বশান্তি বহু পরিবার। সে মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ভূক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রেরণ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়-কোটি টাকার স্বপ্ন দেখিয়ে, সাধারণ মানুষদের নামে করা হয় বিভিন্ন ব্যাংকে একাউন্ট। আর সেই একাউন্টের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অভিযোগে আরও জানা যায়- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক সময়ের ভবঘুড়ে রুবেল বর্তমানে কোটি টাকার মালিক, তার প্রতারনায় সব কিছু হারিয়ে পথে বসেছে বহু পরিবার। কুমিল্লাসহ জেলার বিভিন্ন এলাকায় রয়েছে বিশাল নেটওয়ার্ক। রুবেল ইতোমধ্যে অনলাইন ব্যবসা, ক্যাসিনো, হুন্ডিসহ নানাহ অপকর্মের মূল হোতা বলে দাবী করেন অনেক ভুক্তভোগী। রুবেলের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভূক্তভোগী বলেন- প্রথম আমাদের ব্যাংকে নিয়ে যাওয়ায়। সেখানে গিয়ে আমাদের দিয়ে একটি একাউন্ট খুলেন। তার ওই একাউন্টে টাকা জমা দেয়ার জন্য বলেন। ওই ব্যাংক থেকে এটিএম কার্ড দেয়া হয়। হঠাৎ করে একদিন ওই একাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। পরে জানা যায় একাউন্টটা মূলত তার নামে হয়। তার স্বাক্ষর দিয়ে হচ্ছে। আমরা অল্প শিক্ষিত তাই আমরা কিছুই বুঝতে পারেরিনি।