আন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে: দুলু

'স্বৈরাচার হাসিনার মতো একই পথে হাটবেন না'

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) :
: | আপডেট: ২২ মে, ২০২৫, ০২:২৪ পিএম : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০২:২৪ পিএম
'স্বৈরাচার হাসিনার মতো একই পথে হাটবেন না'

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, “শেখ হাসিনা তো ভোট ছাড়া জোর করে ক্ষমতায় ছিলেন। আপনারাও যদি সেই এখন একই পথে হাঁটতে চান, তাহলে তার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়?” তাই সংস্কারের অজুহাত না দিয়ে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না।

বুধবার (২১ মে) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি গত ১৬ বছর ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণের শক্তিতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন কেউ যদি ভোটবিহীনভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, সেটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না। 

দুলু আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে বলেন, “আপনি একজন বিশ্বজোড়া খ্যাতিমান ব্যক্তিত্ব। আমরা বিশ্বাস করি, আপনি অতি দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।”

তিনি আরও বলেন, “দেশে যে ছাত্র-জনতা আন্দোলন হয়েছে, তা স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের জন্য হয়েছে। জনগণ চায় একটি প্রতিনিধিত্বশীল সরকার।” তাই স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা না করে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন।”

পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলের উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম , রোকন উদ্দিন বাবুল, যুগ্ম-সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে