দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

‘মুলা দিয়ে গাধা বস হয়, আমাদের নয়’: রাজপথ ছাড়ছেন না ইশরাক সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০২:৩৪ পিএম
‘মুলা দিয়ে গাধা বস হয়, আমাদের নয়’: রাজপথ ছাড়ছেন না ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই। হাই কোর্ট সংশ্লিষ্ট রিট আবেদন খারিজ করে দেওয়ার পর এ সংক্রান্ত সব জটিলতা দূর হলেও উত্তাল রয়েছে রাজধানীর রাজপথ। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—এর পদত্যাগের দাবিতে এখনো রাজপথে অবিচল অবস্থানে রয়েছেন ইশরাকের সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ইশরাকের মেয়র ঘোষণাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয়। এর ফলে তাঁর শপথ নেওয়ার আর কোনো আইনি বাধা থাকল না বলে নিশ্চিত করেন তাঁর আইনজীবীরা।

এই রায়ের পরপরই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশরাক লিখেন, “এসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”

ইতোমধ্যে রাজধানীর মৎস্যভবন, কাকরাইল মোড় ও হেয়ার রোডের আশপাশের এলাকাজুড়ে সমর্থকদের অবস্থান কর্মসূচি চলছে। বৃষ্টিকে উপেক্ষা করে শত শত মানুষ হাতে ইশরাকের ছবি, ফেস্টুন, ব্যানার ও বিএনপির পতাকা নিয়ে অবস্থান করছেন। তাদের স্লোগানে বারবার ধ্বনিত হচ্ছে—“হৈ হৈ রৈ রৈ, আসিফ-মাহফুজ গেল কই?”

পালাক্রমে থানা ভিত্তিক সময় ভাগ করে আন্দোলন পরিচালনা করা হচ্ছে, যাতে কেউ ক্লান্ত হয়ে না পড়ে। একেকটি দল ৫ ঘণ্টার জন্য অবস্থান নেয়, এরপর অন্য দল আসে। হেয়ার রোড সংলগ্ন যমুনা ভবন—যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন—তার নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত) প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। নির্বাচন-পরবর্তী অনিয়মের অভিযোগ তুলে ইশরাক ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন।

গেল বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট মেয়র পদ থেকে তাপসকে অপসারণ করা হয়। এরপর চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল তাপসের বিজয় অবৈধ ঘোষণা করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

গেজেট প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথ আয়োজনের অনুরোধ জানায় নির্বাচন কমিশন। কিন্তু দীর্ঘ সময়েও শপথ অনুষ্ঠানের উদ্যোগ না নেওয়ায় ইশরাক সমর্থকেরা নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এর মধ্যেই গত ১৪ মে এক আইনজীবী শপথ ঠেকাতে হাই কোর্টে রিট করেন, যা শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়।

ইশরাকের দাবি, দুই উপদেষ্টার উপস্থিতি পুরো সরকারকে বিতর্কিত করেছে। আন্দোলনকারী সমর্থকরাও একমত। স্বামীবাগ থেকে আসা আন্দোলনকারী জাবেদ আলী বলেন, “এই দুইজনের কারণে পুরো সরকার প্রশ্নের মুখে। প্রধান উপদেষ্টার উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”

সূত্রাপূর এলাকার বাসিন্দা আবদুর রহমান জানান, “আদালতের রায়ে আমরা খুশি। কিন্তু উপদেষ্টাদের পদত্যাগ এখনো হয়নি, সেটা না হওয়া পর্যন্ত আমরা থাকব।”

ইশরাক সমর্থকদের হুঁশিয়ারি—দাবি পূরণ না হলে নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি আসতে পারে। বর্তমানে নগর ভবনের সামনে থেকে মৎস্যভবন পর্যন্ত পুরো এলাকাজুড়ে চলমান এই কর্মসূচির প্রভাব পড়েছে সেগুনবাগিচা, পল্টন, প্রেসক্লাব, দোয়েল চত্বর, বিজয়নগর ও তোপখানা রোডে; সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আইনিভাবে আর কোনো বাধা না থাকলেও আদৌ ইশরাক শপথ নিতে পারবেন কি না এবং সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় স্পষ্ট—দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছেন না আন্দোলনকারীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে