সাম্য হত্যার বিচারে দাবি

শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের অবস্থান, যানজটে অচল রাজধানী

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০২:৫৭ পিএম
শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের অবস্থান, যানজটে অচল রাজধানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুই মোড়—শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন এলাকায় বিক্ষোভে বসেছেন ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে সকাল থেকেই দুই জায়গায় অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। একই সময়ের মধ্যে ছাত্রদলের আরও একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয়। এসব কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলকর্মীরা অংশ নেন।

ছাত্রদলের নেতা-কর্মীরা কর্মসূচিতে নানা স্লোগান দিয়ে সাম্য হত্যার বিচার দাবি করেন। তাঁরা বলেন, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”, “বিচার চাই, বিচার চাই”, “নয় মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ”—এমন নানা স্লোগানে পুরো শাহবাগ ও আশপাশের এলাকা মুখরিত করে তোলেন।

এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, “গত ৯ মাসে একের পর এক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি না দিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এদিকে সকাল থেকেই বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এবং ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ, মৎস্যভবন, কাঁটাবন, বাংলামোটর, মিরপুর রোড ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

চাঁদপুর থেকে স্ত্রীকে চিকিৎসা করাতে আসা নবীর হোসেন বলেন, “এখন তো রিকশা নিয়ে শাহবাগ থেকে সদরঘাট যেতে পারব না, হেঁটেই যেতে হবে।” একইভাবে মুন্সিগঞ্জ থেকে আসা শ্যামল বিশ্বাস জানান, “জরুরি কাজে বাসে শ্যামলী গিয়ে ফিরতি পথে যানজটের কারণে আসাদগেট থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে আসতে হয়েছে।”

ছাত্রদলের এক বিবৃতি অনুযায়ী, শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি এবং মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।

গতকাল বুধবার (২১ মে) ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক ঘোষণায় বলা হয়, “শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না হওয়া এবং তদন্তে অগ্রগতি না থাকায় আমরা রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছি।”

উল্লেখ্য, ছাত্রদলের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সংগঠনটি বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি বলে দাবি তাদের।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে