রাজনগরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০২:৫৭ পিএম
রাজনগরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

মৌলভীবাজারের রাজনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। ২২মে বৃহস্পতিবার উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাচঁ শতাধিক সহকারী শিক্ষক বিভিন্ন দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। 

 সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সূত্রে জানাযায় ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে ৫ মে তেকে তারা 

 কর্মবিরতি পালন করে আসছেন। প্রথমে এক ঘন্টা পরে দুই ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। গতকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে জানান শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে শিক্ষকদের টানা কর্মবিরতির ফলে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। রাজনগর প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুল বলেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি শিক্ষকদের বেতন এন্ট্রি লেভেলে ১২তম গ্রেডে নির্ধারণ ও চার বছর পর পদোন্নতি দিয়ে ১১তম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। কিন্তু আমরা চাচ্ছি এন্ট্রি পদেই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন। আর উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে এ কর্মসূচি পালন করছি। উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্ল্যা বলেন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের কর্মবিরতি বিষয়ে আমাকে এখন পর্যন্ত অবগত করেননি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে