ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ এবং সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকারসহ দলটির ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ মে) ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , ফুলবাড়ীয়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন ফুলবাড়ীয়া পৌর শ্রমিক দলের নেতা কামরুজ্জামান বিপ্লব।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, পৌরসভার সাবেক মেয়র গোলাম কিবরিয়া, কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন, সুমন সাদাত, লাল মাহমুদ লালু, তাজুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর ছফর আলী বুলু, ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল আলম ছোটন, দেওখোলা ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, রিপন হোসেন, কুশমাইল ইউপি চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন, দিদারুল ইসলাম বাদশা, আব্দুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, এজিদুল হক, আশরাফ উদ্দিন শুনারু, মাহবুল আলম, আব্দুল মালেক, আব্দুস ছবুর, কালাম মিয়া, গোলাম হোসেন, আনিস মিয়া, আকরাম মন্ডল, ভানু ঋষি, এমদাদুল হক দুলাল, কেরামত আলী জিন্নাহ, আমিরুল ইসলাম, এসএস মোকাদ্দেছ সুমন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন, আছিম পাটুলী ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান, শাহজাহান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, শফিউল মুক্তা, উছমান গণি, চান মাহমুদ চানু, ইদ্রিস মাস্টার, খলিল বিএসসি, আবুল কালাম এবং ডাঃ কামরুজ্জামান। এছাড়াও মামলায় ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।