কাহারোল খাদ্য বিভাগের আয়োজনে, সোমবার দুপুরে কাহারোল এলএসডি খাদ্য গুদামে অভ্যান্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান’২০২৫ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য ক্রয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, খাদ্য কর্মকর্তা মোঃ শাহীন রানা, ওসিএলএসডি মোঃ সাইফুল নবী, কৃষক দলের সভাপতি মোঃ হবিবর রহমান ও মিলার মোঃ আব্দুর মান্নান। উপজেলায় ২৫টি হাসকিং মিল ও ১টি অটোরাইস মিল সিদ্ধ চাল সরবরাহ করবে ৪৯টাকা কেজি দরে এবার উপজেলায় ১ হাজার ৪২ মেট্রিক টন চাল ও ৩৬টাকা কেজি দরে ৪ শত ২ মেট্রিক টন ধান কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে।