বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় আলোচনা সভা, বৃক্ষরোপন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি নাটোরের সিংড়ার চলনবিল গেট ও কলম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। এদিকে দুপুরে চলনবিলের কালিনগর গ্রাম থেকে খাঁচায় বন্দি চারটি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।
উদ্ধারকৃত পাখি অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, কোষাধক্য আবু বকর সিদ্দিক, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা, ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন প্রমূখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় তারা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। দুর্গম বিলের পাখি, বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিনিয়তই ছুটে চলছেন। ইতিমধ্যে এর বেশ সাফল্যও তারা অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপি বৃহত্তর চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি, লিফলেট বিতরণ, খাঁচায় বন্দি পাখি অবমুক্ত সহ মাসব্যাপি বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, সিংড়া উপজেলা একটি চলনবিল অধ্যুসিত এলাকা। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় পরিবেশ কর্মীদের সাথে প্রশাসন কাজ করছে। যারা অবৈধভাবে পাখি ও বিলের জীববৈচিত্র্য ধ্বংস করছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিবারণের চেষ্টা করছি এবং আইনের আওতায় আনা হচ্ছে।