পিরোজপুরে যুবক আপহরন, ৩ জনের ১০ বছর সশ্রম কারাদন্ড

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৬:০৩ পিএম
পিরোজপুরে যুবক আপহরন, ৩ জনের ১০ বছর সশ্রম কারাদন্ড

পিরোজপুরে একটি অপহরণ মামলায় আদালত ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোস্তাগীর আলম এ আদেশ দেন। ওই আদেশে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের  সশ্রম কারাদন্ড দেন।

দন্ড প্রাপ্তরা হলো জেলার ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের দুই পুত্র ইলিয়াস ফকির ও আবুল ফকির এবং অপরজন ইন্দুরকানী গ্রামের ছাত্তার খাঁর ছেলে রুহুল খাঁ।

মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৭ সালের ৫ নভেম্বর ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মুনসুর আলীর পুত্র রুবেল হোসেন তার মাছ ঘেরে কাজ করার সময় দন্ডিতরা তার কাজে বাঁধা দিলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। ঐ দিন স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ পড়া অবস্থায় তারা রুবেলকে টেনেহিচড়ে একটি মটর সাইকেলে তুলে একটি বেড়ীবাঁধে নিয়ে  নির্যাতন শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। রুবেল বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। সাক্ষ্য প্রমানে আসামীরা দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন। আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবীর বাদল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে