নওগাাঁর পোরশায় ঘাটনগর ইউনিয়ন হেফাজতে ইসলাম এর কমিটি গছন করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রম তৃণর্মল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বড়গ্রাম হাইস্কুল মাঠে এ কমিটি গঠন করা হয়। মাও: আল-মামুনের সঞ্চালনায় কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম পোরশা উপজেলা সভাপতি বিশিষ্ট আলেম, লেখক ও গবেষক মাও: ফজলুল হক শাহ। এসময় উপজেলা সিনিয়র সহসভাপতি আলহাজ নূরুল আলম শাহ, সেক্রেটারী মাও: মোস্তফা শাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিনুল হক শাহ, প্রচার সম্পাদক মাও: আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় মাও: আল-মামুনকে সভাপতি, মাও: রঈসুদ্দিনকে সেক্রেটারী এবং মাও: ওবাইদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ঘাটনগর ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। স্থানীয় শতাধিক প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম সহ হেফাজত নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে এ কমিটি গঠন করেন। শেষে নবনির্বাচিত সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, হেফাজতে ইসলাম আমাদের আকাবেরদের রেখে যাওয়া আমানত। এ সংগঠনটি ধরে রাখার দায়িত্ব সকল মুসলমানের। আমরা এ কর্তব্য থেকে কখনোই সরে দাঁড়াব না।