স্কুল ব্যাগে মিললো ২৩ বোতল মদ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৭:০৭ পিএম
স্কুল ব্যাগে মিললো ২৩ বোতল মদ

শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদসহ দুই কারবারি রহিম উদ্দিন (৩০) ও জাফর আলীকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। আটককৃত রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে।

থানা সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইগাতী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় যাত্রীবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল জব্দ ও তাদেরকে আটক করে থানা নিয়ে আসে। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪৬হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW