ধামইরহাটে অসুস্থ্য ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৭:১১ পিএম
ধামইরহাটে অসুস্থ্য ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। অসুস্থ্য, দরিদ্র শিক্ষার্থী ও কন্যা দায়গ্রস্ত ব্যক্তিদের মাঝে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ২২ মে বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ৫৩ জন আবেদনকারী অসুস্থ্য ও অসহায়দের মাঝে ৫০ হাজার টাকা বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেনমিন আকতার। সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মি. খবির চন্দ্র মাহাতো, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাবেক সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাংবাদিক মুমিনুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে