ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামক স্থানে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত । বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী ও বড়দা গ্রামের মান্নান হোসেনের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিসান
গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানানসড়ক দুর্ঘটনায় জিসান নামের একটি ছেলে মারা গেছে। লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।