নালিতাবাড়ীতে ইয়াবাসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৭:৪১ পিএম
নালিতাবাড়ীতে ইয়াবাসহ কারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল ইসলাম রেজভী (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোল্লারপাড় এলাকা থেকে  তাকে  আটক করা হয় আটক রিয়াজুল ইসলাম রেজভী উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার গোল্লারপাড় এলাকায় নালিতাবাড়ী টু শেরপুর সড়কে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে রিয়াজুল ইসলাম রেজভীর পকেট থেকে  ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো  সোহেল রানা জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান চলমান রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW