সাম্য হত্যা: সাত ঘণ্টার অবস্থান শেষে শাহবাগ ছাড়ল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৭:৪৭ পিএম
সাম্য হত্যা: সাত ঘণ্টার অবস্থান শেষে শাহবাগ ছাড়ল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে টানা সাত ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সকালে বিক্ষোভ শুরু করে বিকেলে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে সংগঠনটি। এই কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা অংশ নেন এবং সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে শাহবাগ মোড় এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে ছাত্রদলের নেতা–কর্মীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করেই টানা সাত ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি। বিকেল ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ১৩ মে রাত ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন সাম্য। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন সকালে সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ’১০–১২ জনকে’ আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। তবে এসব অভিযুক্ত আসল হত্যাকারী কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন—এমন অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “সাম্য হত্যার ৯ দিন পার হলেও প্রকৃত খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। যদি দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের অগ্রগতি না হয়, আমরা আরও কঠোর কর্মসূচির পথে যাব।”

তিনি আরও বলেন, “এটি শুধু একজন ছাত্রদল নেতার মৃত্যু নয়; এটি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড। জনগণের সামনে সরকারের ব্যর্থতা আজ স্পষ্ট হয়ে গেছে। সেনাবাহিনীর সহায়তা নিয়েও যদি পুলিশ প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

শাহবাগের পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে একই সময় সমাবেশ করেন ছাত্রদলের অন্য শাখার নেতাকর্মীরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘৯ দিন হয়ে গেল, কেউ কিছু জানে না’ ইত্যাদি স্লোগানে উত্তাল করে তোলেন শাহবাগ মোড়।

এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন কাকরাইল মোড়ে এসে আন্দোলন পর্যবেক্ষণ করে সরকারের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি জানান, এই সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে। ছাত্রদল নেতাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে প্রশাসন হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি করছে এবং এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহমর্মিতা প্রকাশ করা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে