বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

এনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৭:৫৯ পিএম
বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

চট্টগ্রাম শহরের  চান্দগাঁও আবাসিক এলাকায় ইয়াবা সেবন ও পারিবারিক বিভিন্ন কলহের জেরে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই ও তার স্ত্রী। নির্মম এই হত্যাকাণ্ডের পর লাশ নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ঘাতক ভাই ও তার স্ত্রী। বুধবার গভীর রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের দুই নম্বর সড়কের একটি বাসায় এমন ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

নিহত মো. সাহেদ (৩৫) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের অভিযোগে তার ছোট ভাই মো. জাহেদ (২৭) ও ভাবি তাসমিন বিনতে আসলাম ওহিকে (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুবাই ফেরত দুই ভাই ও জাহেদের স্ত্রী একই বাসায় বসবাস করছিলেন। পারিবারিক কলহ, বেকারত্ব এবং মাদকাসক্তি থেকে ঘন ঘন ঝগড়া লেগেই থাকত তাদের। বুধবার সন্ধ্যার পর এমনই এক ঝগড়ার পর সাহেদ ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার শোবার ঘরে ঢ়ুকে ঘুমন্ত সাহেদকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে জাহেদ ও তাসমিন।

এরপর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তারা লাশ  প্রথমে একটি সিএনজিতে তোলে এবং পরে একটি অ্যাম্বুলেন্সে স্থানান্তর করে রাউজানের নোয়াপাড়া গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে চালকের সন্দেহে ও সতর্কতায় খবর পেয়ে পুলিশ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অ্যাম্বুলেন্স থামিয়ে সাহেদের রক্তাক্ত মরদেহসহ ওই দুজনকে আটক করে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন সাংবাদিকদের  বলেন, “জাহেদ ও তার স্ত্রী ইয়াবা সেবনে আসক্ত। এই নেশা ও পারিবারিক দ্বন্দ্ব থেকেই তারা সাহেদকে হত্যা করে। আমরা তাদের গ্রেপ্তার করেছি, হত্যার প্রক্রিয়া ও উদ্দেশ্য সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদ চলছে। ”সাহেদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। থানায় হত্যা মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে