ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে দু'গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০১:২৩ পিএম
টঙ্গীতে কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে দু'গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরের টঙ্গীতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরা স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এঘটনা ঘটে। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত গাজীপুর মহানগর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা সমর্থিত ও গাসিক ৫০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কাজীর লোকজন মুখোমুখি অবস্থান করছিল। হুমায়ুন কাজী জানান, আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের নামে চুক্তিপত্রের (ডীড) মাধ্যমে গত ১০ আগষ্ট থেকে স্যাটার্ণ কারখানার ওয়েষ্টেজ মালামাল নিচ্ছি। কিন্তু কিছু দিন যাবত মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার ক্যাডার আল-মামুন, কাজী মঞ্জু, কাজী মামুন, তুহিন, দিপু সরকার, আদনান, বশির উদ্দিনসহ প্রায় ১৫০-২০০ সন্ত্রাসী শুক্রবার সকালে কারখানার গেইটে এসে গালমন্দ করে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীরা কারখানার লোকজনকে মারধর করতে উদ্যত হয় এবং গেটে ধাক্কাধাক্কি করে।এসময় আমাদের লােকজন তাদেরকে ধাওয়া দেয়। পরে আল-মামুনের নেতৃত্বে সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে আক্রমনের চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মােল্লার মুঠোফোনে কল দিলে মােবাইলটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে