পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০১:২৭ পিএম
পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রী পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের আলম শেখ ও নূর জাহান বেগম এর ৮ বছরের কন্যা আয়েশা আক্তার। আয়েশা তার দাদা বাড়ীতে থেকে স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো।      

নিহতের দাদী আনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৬ টায় ঘুম থেকে উঠে আয়শা মাদ্রাসায় যায়। বেলা ১১ টার দিকে বাড়িতে ফিরে আসে। রান্নার বিষয়ে তার সাথে কথা হয়। এর কিছু সময়ের মধ্যে সে ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ পরেও ফিরে না আসায় ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছে। ঘরে গিয়ে দেখি বিছানায় শুয়ে আছে। ডাকলেও সাড়া দিচ্ছে না। আমার সন্দেহ হলে আমি ডাকচিৎকার দিলে ওর দাদা পাশের ঘর থেকে ছুটে এসে ওকে নিয়ে হাসপাতালে রওয়ানা হয়। পথিমধ্যে তারা বুঝতে পারে আয়শা আর নেই, তাই তারা আবার বাড়িতে ফিরে যায়। লাশ নিয়ে অন্যান্য স্বজনরা বাড়িতে ফিরলেও তার দাদা বাড়িতে ফেরেনি।  

স্থানীয়রা জানায় আয়শা গত এক বছর ধরে দাদা দাদীর কাছেই থেকে পড়াশুনা করতো। ওর বাবা মা চট্রগ্রামে থাকে। চার সন্তানের চাপ সামলাতে কষ্ট হওয়ায় আয়েশাকে বাড়িতে রেখে পড়াশুনা করাতো। সুস্থ্য মেয়েটির কি এমন হলো যে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেলো। তারা জানিয়েছে মৃতের দাদার পলাতক থাকাটা রহস্যজনক। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে গলায় কালো দাগ দেখতে পায়। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে