দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী আটক

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : : | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০১:২৯ পিএম
দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী আটক

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামের ধর্ষন মামলার আসামী ইয়াসিন শেখ ( ৫৬) কে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের দিক নির্দেশনায় দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম এলাকার বাসিন্দা মৃতঃ উতার শেখের পুত্র ইয়াসিন শেখ (৫৬) কে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত ইয়াসিন শেখের বিরুদ্ধে গত ১২/৪/২৫ ইং তারিখে দিঘলিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়। মামলা নং-১০, তারিখ ১২/০৪/২০২৫ ইং। ইয়াসিন শেখ তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর থেকে আত্নগোপনে ছিল। দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) তাকে গ্রেফতার করে। 

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, ধৃত আসামী পলাতক ছিল। সে ধর্ষন মামলার এজাহারভুক্ত আসামী। তাকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে