চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই।শুক্রবার(২৩মে-২০২৫) ভোররাত আড়াইটায় ছেংগারচর বাজারে তরকারি পট্টি শাহজালাল মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
জানা যায়, ছেংগারচর বাজার তরকারি পট্টি শাহজালাল মার্কেটে আবুল কালামের জুতার গোডাউনে আগুন লাগলে বাজারের লোকজন আগুন দেখে চিৎকার চেঁচামেচি করে আগুন নিভানোর চেষ্টা করে এবং থানা পুলিশসহ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
আগুনে আবুল কালামের জুতার দোকান, জহিরের চা দোকান, ইউনুছ মাষ্টারের টেইলার্সের দোকান এবং সজল বর্মনের সেলুনের ক্ষয়ক্ষতি হয়।
প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ নুরুল করিম।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, ছেংগারচর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনকে জানাই। থানা পুলিশসহ সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।