কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০৩:৩৬ পিএম
কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ
গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক তাদের বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার (২৩ মে) সকাল ১০টা থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এসময় উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে পুলিশ দাবি করেছে, তারা পরিস্থিতি সামাল দিতে প্রথমে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও পুলিশ বৈঠক বসে। সেখানে শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ নভেম্বর কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ২৮ ডিসেম্বর মালিকপক্ষ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও কয়েক দফায় তাদের ওয়াদা ভঙ্গ করে। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ একাধিকবার তারিখ পিছিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে, ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের সড়ক অবরোধের পরিকল্পনার বিষয়টি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই জানতে পেরে তারা সতর্ক ছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল, যার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনী। এ বিষয়ে কারখানা মালিকপক্ষ মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার জেলার সংবাদ পড়তে