ফ্যাসিস্টের সহযোগী

১৪ দলের নিবন্ধন বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : : | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০৪:৪৮ পিএম
১৪ দলের নিবন্ধন বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনৈতিক মিত্র ১৪ দলীয় জোটের বিচার এবং তাদের নিবন্ধন বাতিলের দাবিতে শুক্রবার (২৩ মে) সিলেট নগরীতে মানববন্ধন করেছে ‘জুলাই মঞ্চ’ সিলেট জেলা শাখা।  কোর্ট পয়েন্ট এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, যারা ফ্যাসিবাদী কার্যক্রমে সহযোগিতা করেছে, জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে এবং প্রশাসনের ছত্রছায়ায় হত্যাকাণ্ড ঘটিয়েছে-তাদের সকলের বিচারের আওতায় আনতে হবে।  মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘জুলাই মঞ্চ’ সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ তোফায়েল এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য শামসুজ্জামান মাহবুব।  বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জমিয়তের নেতা সালেহ আহমদ শাহবাগীসহ আরও অনেকে।  বক্তারা বলেন, দেশের সম্পদ লুণ্ঠন, মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলতে হবে। জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদই পারে দেশে ন্যায়ের প্রতিষ্ঠা ঘটাতে।  অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে