আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল,মিথ্যা মামলা প্রত্যাহার সহ চার দফা দাবিতে জুম্মার নামাজের পর চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতা-কর্মীরা। পরে এক বিরাট বিক্ষোভ মিছিল এখান থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শুক্রবার (২৩ মে ২০২৫) বাদ জুমা শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে শপথ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ৪ দাবি আদায়ে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা।
বিক্ষোভ সমাবেশ থেকে যে চারটি দাবি তোলা হয় তা হচ্ছে- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা শাখার সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, জেলা হেফাজতে ইসলাম নেতা মুফতি সাখাওয়াত হোসেন, মাওলানা আলামিন, মুফতি নূরে আলম, আবু বকর খান প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।