সৈয়দপুর বিমানবন্দরে সিডিউল বিপর্যয়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:২০ এএম
সৈয়দপুর বিমানবন্দরে সিডিউল বিপর্যয়

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর একটি ব্যস্ততম যোগাযোগ মাধ্যম। এটি উত্তরাঞ্চলের একমাত্র বিমানবন্দর হওয়ায় প্রতিদিন বাড়ছে যাত্রীর সংখ্যা। ফলে একটি থেকে এখন ১৪টি বিমান চলাচল করছে সৈয়দপুর বন্দর থেকে। গত কয়েক দিন থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে এ জনপদ। সকাল ও রাতে এমন কুয়াশা পড়ছে তাতে কাছের জিনিসও ঠিকমত দেখা যায় না। যার প্রভাব পড়েছে সকল প্রকার যানবাহনে। তবে বিশেষ করে বিমান চলাচলে।  তাই বিমানবন্দরটিতে সকাল ও রাতে শিডিউল মেনে ফ্লাইট চালানো সম্ভব হচ্ছে না। বলা চলে প্রতিদিনই ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। ইসলাম মোটরস ও ইসলাম সেমি অটোরাইস মিলের স্বত্বাধিকারী মাজেদুল ইসলাম বলেন,ঘন কুয়াশায় বিমান চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না। ঢাকায় ব্যবসায়িক কাজ ছিল। কিন্তু শিডিউল ঠিক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। আরেক ব্যবসায়ী রবিউল আউয়াল রবি বলেন, 'ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ঠিক সময়ে বিমান ছাড়ছে না। ব্যবসায়িকসহ গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। মন্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলের স্বত্বাধিকারী আলহাজ্ব  মজিদুল হক মন্ডল বলেন,বিমানের শিডিউল ঠিক না থাকায় আমাদের প্রতিনিয়ত টিকিট বাতিল করতে হচ্ছে। শুধু এখন নয়, প্রতিবছরই এ সময় ব্যবসা মন্দা থাকে। এতে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান,গত কয়েকদিন ঘন কুয়াশায় বিমানবন্দরটিতে সকাল ও রাতে শিডিউল মেনে ফ্লাইট চলাচল করা সম্ভব হচ্ছে না। কারণ বিমান চলাচলের জন্য ২ হাজার মিটার দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) থাকার কথা থাকলেও তা থাকছে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার। বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন,বিমান চলাচল স্বাভাবিক আছে। চলতি মৌসুমে ঘন কুয়াশায় সকালের ফ্লাইট ১ ঘণ্টা বিলম্ব হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে নতুন শিডিউল করা হচ্ছে। এতে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে