চাঁদপুর সদর মডেল থানার অভিযানে মাদক মামলা সহ পৃথক দুটি মামলায় ০৯ (নয়) বছর ০৬(ছয়) মাসের ১জন ও ৬ বছর তিন মাস জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । ২১/০৫/২০২৫ তারিখ ঢাকা সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৬০/২৩(সদর), ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, বিজ্ঞ আদালতের প্রসেস নং-৫০৫/২৫ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীর নাম আকবর হোসেন সোহেল, পিতা-ইব্রাহিম হাওলাদার, সাং-মিশন রোড, থানা-চাঁদপুর সদর। তাকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসআই(নিরস্ত্র)/ মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম ইং ২১/০৫/২০২৫ তারিখ ঢাকা সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপরদিকে, ০৬ (ছয়) বছর ০৬(ছয়) মাসের ১জন জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়।
মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/ মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম ইং ২৩/০৫/২০২৫ইং তারিখ কুমিল্লা জেলা দাউদকান্দি থানাধীন ব্রীজের আশ-পাশ এলাকায় অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার মামলা নং-৫, তারিখ-০৮/০১/২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর সারণি ১৯(খ),জিআর-০৫/২০২৩(হাজীগঞ্জ), বিজ্ঞ আদালতের প্রসেস নং-৫০৬/২৫, তারিখ-২৩/০৫/২০২৫ খ্রিঃ এর সাজা ০৬ (ছয়) বছরের সশ্রম কারাদন্ড এবং নগদ ১০,০০০/-(দশ হাজার টাকা) অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ হারুন শেখ, পিতা-আমির হোসেন শেখ, মাতা-হোসনেয়ারা বেগম প্রকাশ হাশেদা বেগম, সাং-খলিসাডুলী(শেখ বাড়ী), হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশ্ববর্তী বাড়ী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায় মাদক মামলাসহ পৃথক দুটি মামলায় নয় বছর ছয় মাস এবং ছয় বছর তিন মাস সাজাপ্রাপ্ত দুজন আসামীকে গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করা হয়েছে।