মাধবপুর উপজেলার ফতেহগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের শৌচকর্ম করতে পাশের বাড়িতে যেতে হয়।গত এক বছর ধরে এ এরকম দূর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অচিরেই ওয়াশ ব্লক ল্যাট্রিন নির্মানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে আবেদন করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
ফতেহগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম জানান, 'বছরখানেক আগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) এর আওতায় পাঠদানের জন্য কয়েকটি কক্ষ রেখে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন দোতালা ভবন নির্মানের কাজ শুরু হয়।পুরাতন ভবন ভেঙে ফেলার পরই শুরু হয় বিপত্তি।সাময়িক ব্যবহারের জন্য কোনো টয়লেট নির্মান না করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি বাড়ে।প্রয়োজনীয় শৌচ কর্ম সারতে তাদের যেতে হয় বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে।ওই বাড়ির লোকজন খুবই আন্তরিক। তারা কখনোই নিষেধ করেননি।তবে এটা খুবই বিব্রতকর।'
ওই বিদ্যালয়ে কর্মরত ৬ শিক্ষের ৫ জনই মহিলা।আর শিক্ষার্থী ৩০০ জন।সমস্যা সমাধানে দ্রুত ওয়াশ ব্লক নির্মানের জন্য প্রধান শিক্ষক জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বরাবরে একটি আবেদন দাখিল করেছেন।
বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন জানান, 'নতুন ভবনের নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত ওয়াশ ব্লক নির্মান করা সম্ভব হচ্ছে না।সমস্যা সমাধানে আমরা আন্তরিক।' উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানান, ' এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখে কথা বলতে হবে।'
জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল ফতেহগাজী স্কুলে ওয়াশব্লক নির্মানের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন, 'আবেদন পেয়েছি।কিভাবে দ্রুত এ সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে উর্ধ্বতনদের সাথে কথা বলবো।'
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জানান, ' বিষয়টি গতকালই(বৃহস্পতিবার) জানতে পেরেছি।খুবই দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো।'