সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইতোমধ্যেই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী, কানাডিয়ান ফুটবলার সমিত সোম ও ইংল্যান্ডপ্রবাসী ফাহমেদুল ইসলামকে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। দেশের মাটিতে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় এই তিন ফুটবলার।
জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, হামজা চৌধুরী ঢাকায় আসবেন ২ জুন। সমিত সোম তার পরদিন, ৩ জুন দেশে পা রাখবেন। আর ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ৩০ মে থেকেই যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। তবে ইপিএল ও ক্লাব ফুটবলের ব্যস্ততা ও ভ্রমণের ধকলের কারণে হামজা ও সমিতকে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না খেলানোর গুঞ্জন রয়েছে।
স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩০ মে। সেই ক্যাম্পে শুরু থেকেই থাকবেন ফাহমেদুল। তবে হামজা ও সমিতের আগমন নির্ভর করছে তাদের নিজ নিজ ক্লাবের সূচি ও শারীরিক প্রস্তুতির উপর। আমের খান বলেন, "হামজার অনেক ব্যস্ততা রয়েছে। চেষ্টা চলছে তাকে একটু আগেই নিয়ে আসার। তবে ফ্লাইট শিডিউল অনুযায়ী ২ জুন সে ঢাকায় পৌঁছাবে।"
সমিত সোমের শেষ ম্যাচ রয়েছে শনিবার (৩১ মে)। হামজার শেষ ম্যাচ শেষ হবে শুক্রবার (২৪ মে)। সে কারণে তাদের প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আমের খান বলেন, "তিনজনকেই ক্যাম্পে পাওয়া যাবে। তবে কে খেলবে, কে খেলবে না — সেটা পারফরম্যান্সের উপর নির্ভর করবে।"
৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর, ১০ জুন অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচ। দুটি ম্যাচের জন্য আগামীকাল শনিবার (৩১ মে) থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন।
এদিকে, শুধু এই তিনজনই নয়, আরও কয়েকজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে সবকিছুই নির্ভর করছে কোচের পর্যবেক্ষণ ও সুপারিশের উপর। আমের খান বলেন, "কোচ কিছু ম্যাচ পর্যবেক্ষণ করবেন। তারপর তার পরিকল্পনা অনুযায়ী জাতীয় দল চূড়ান্ত করা হবে।"
দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ সময়। ঘরের মাঠে লাল-সবুজ জার্সিতে নতুন রক্তের আগমন নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এই তিন ফুটবলারের পারফরম্যান্স এবং তাদের দলে অন্তর্ভুক্তি কীভাবে জাতীয় দলের মান উন্নয়নে ভূমিকা রাখে, তা এখন সময়ই বলে দেবে।