রিয়াল মাদ্রিদের মাঝমাঠের স্থিতির নাম লুকা মদ্রিচ। দীর্ঘ তেরো বছর ধরে যিনি ক্লাবটির সফলতায় হয়ে উঠেছিলেন এক অবিচ্ছেদ্য নাম, সেই মদ্রিচ এবার নিজেই জানিয়ে দিলেন বিদায়ের কথা। ফুটবল বিশ্বে অনেক আগেই কিংবদন্তিদের কাতারে নিজের জায়গা পাকাপোক্ত করে নেওয়া এই ক্রোয়াট তারকা রিয়ালের হয়ে তার যাত্রা শেষ করছেন চলতি মৌসুমেই।
শুক্রবার (২৩ মে) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তায় মদ্রিচ বলেন, "সময় এসে গেছে। আমি কখনও চাইনি এমন মুহূর্ত আসুক, কিন্তু এটাই ফুটবল। জীবনে সব কিছুর যেমন শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ ম্যাচটি খেলব আমি।"
এই ম্যাচের পর মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন আর একটি টুর্নামেন্ট— ফিফা ক্লাব বিশ্বকাপ। এরপর সাদা জার্সিতে আর দেখা যাবে না এই মিডফিল্ডের শিল্পীকে।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে প্রায় ৩ কোটি ইউরোর বিনিময়ে মাদ্রিদে নাম লেখান লুকা মদ্রিচ। প্রথম দিকে তাকে ঘিরে যেমন ছিল সন্দেহ আর সমালোচনা, সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের শৈলী ও দক্ষতায় সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন। রিয়ালের হয়ে ৫৯০টি ম্যাচে ৪৩টি গোল করার পাশাপাশি জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৫টি উয়েফা সুপার কাপ, ২টি কোপা দেল রে ও ৪টি স্প্যানিশ সুপার কাপ। সব মিলিয়ে ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ২৮টি।
রিয়ালের হয়ে খেলাকালীনই ২০১৮ সালে ক্যারিয়ারের শ্রেষ্ঠ ব্যক্তিগত অর্জন, ব্যালন ডি'অর পুরস্কারটি জেতেন তিনি। একই বছর জেতেন ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ খেতাব এবং উয়েফা বর্ষসেরা খেলোয়াড় এর সম্মান।
এই বিদায়ের খবরে ফুটবল মহলে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, “সবকিছুর জন্য ধন্যবাদ, লুকা। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল বিশেষ সম্মানের।” করিম বেনজেমা লিখেছেন, “সর্বকালের অন্যতম সেরা নাম্বার টেন।” আর জুড বেলিংহাম বললেন, “তোমার সতীর্থ হতে পেরে সম্মানিত বোধ করছি।” মদ্রিচের দীর্ঘদিনের সঙ্গী টনি ক্রুস এক কথায় অভিব্যক্তি প্রকাশ করেন, “কী চমৎকার যাত্রা, বন্ধু!”
ক্লাবের বর্তমান তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়রের মন্তব্য যেন হৃদয়ের গভীর থেকে আসা — “তোমাকে বিদায় বলা ভীষণ কঠিন। মাস্টার, তোমাকে অনেক ভালোবাসি।”
মাদ্রিদের বিদায়ী কোচ কার্লো আনচেলত্তি এর জায়গায় আসতে পারেন সাবেক রিয়াল তারকা শাবি আলোন্সো, এমন গুঞ্জন স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়েছে। শোনা যাচ্ছে, রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণদের ভূমিকা বাড়ানো হচ্ছে, আর সে জায়গায় একসময় ‘অপরিহার্য’ হয়ে ওঠা মদ্রিচের সময়টা তাই এবার থেমে যাচ্ছে।
মদ্রিচ রিয়াল ছাড়লেও ‘মাদ্রিদিস্তা’ হিসেবে তার পরিচয় রয়ে যাবে চিরকাল — এমনটাই জানিয়ে গেলেন বিদায়ের ক্ষণে।