রাজশাহীর বাঘা থানার পুলিশ পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৫০), আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামের হারান কর্মকারের ছেলে সনাতন কর্মকার (৪৫), কোরবান আলীর ছেলে ইমন আলী (২০), বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বড় পাকা গ্রামের খাজের আলীর ছেলে হাবিবুর রহমান (২৯), রশিদ আলীর ছেলে ইদুল আলী (২০), জাহাঙ্গীর মন্ডলের ছেলে ফিরোজ হোসেন (২০), আবদুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫), দেলশার আলী প্রামানিকের ছেলে আশাদুল আলী প্রামানিক (৩৬), বাউসা ইউনিয়নের টাউরী পাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শিমুল ইসলাম কাজল (২১), পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের মৃত রুস্তম আলী মালিথা ওরফে নজরুলের ছেলে শাহাবুদ্দিন (৩৭), পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিরপুর গ্রামের আফছার আলীর ছেলে ইসলাম আলী (৩২), গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মৃত কাছের মন্ডলের ছেলে হান্নান আলী (৪৮), পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের রওশন আলমের ছেলে বাদশা আলম (২৮)।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, গ্রেফতার ১৩ জনের মধ্যে রয়েছে মাদক সেবনকারী, মাদক ও চুরি মামলার ওয়ারেন্টেভূক্ত আসামী। তাদের কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।