জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চ ও সরকারী নজরুল একাডেমী মাঠে তিনদিন ব্যাপী নজরুল মেলার মাঠ পরিদর্শন এবং বই মেলার জন্য নির্মানাধীণ স্টলের কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। শুক্রবার (২৩ মে) বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে অবস্থিত নজরুল মঞ্চ এবং নজরুল মেলার মাঠ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম নজরুল মেলায় আগত ব্যবসায়ী, মেলার ইজারাদারদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও মেলায় যেন কোন প্রকার সমস্যা না হয় তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বারী, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, নজরুল মেলার ইজারাদার সাব্বির আহাম্মেদ রনি, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক মামুনুর রশিদ প্রমূখ।