হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বললেন,
“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা ব্যক্তিগত মান-অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।”
সব রাজনৈতিক দলের উদ্দেশে মাওলানা মামুনুল হক বলেন, “এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। এ সময়ে ক্ষমতা নিয়ে ‘মারামারি-হানাহানি করা সমীচীন হবে না একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।”
এসময় সমাবেশে হেফাজতের আরও অনেকে বক্তব্যে রাখেন।