বৃহস্পতিবার (২২ মে) বগুড়ার গাবতলীতে "তোমাদের জন্য" আর্থ -সামাজিক ও সেবা মূলক প্রতিষ্ঠানের উদ্যোগে গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী ও তরফমেরু গ্রামে পৃথকভাবে নারীদের স্বাবলম্বী করণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রামে প্রশিক্ষণে গ্রামীন ৪৫০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রাদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, গাবতলী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু।
বক্তব্য রাখেন, তোমাদের জন্য প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম তুষার, প্রজেক্ট কো-অডিনেটর আবু নাছের ভোটো, কোষাধক্ষ্য আব্দুল আলীম শাওন, বিএনপি নেতা খোরশেদ আলম জুয়েল, শ্যামল তরফদার, প্রশিক্ষক সাথী বেগম, আলাপি বেগম ও শাকিলা বেগম প্রমুখ। নারীদের নিয়ে তোমাদের জন্য এই প্রতিষ্ঠানের আয়োজনে প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।