বিরল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৪ জন আসামী’কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) তাদের’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার।
ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন, ২০২৪ সালের ২৪৯ নম্বর মামলা’য় রানীপুর গ্রামের মিলন বাবু’র স্ত্রী সারমিন আরা, এসরাফুলের স্ত্রী জোসনা বেগম, মজিবুর রহমানের স্ত্রী পুতুল, মৃত. ইয়াসিন আলী’র পুত্র তৈমুর আলী, আরেকপুত্র এসরাফুল, সাইদুল ইসলামের পুত্র মিলন বাবু মৃত. ইয়াসিন আলী’র পুত্র মজিবুর রহমান। ২০১৭ সালের ১৬৯ নম্বর মামলা’য় কামদেবপুর গ্রামের আবুল হোসেন হাবুলের পুত্র রব্বানী। ২০২১ সালের ২৪ নম্বর মামলা’য় জগতপুর চানপাড়া গ্রামের মৃত. আকিম উদ্দীনের পুত্র রবিউল ইসলাম। ২০২৫ সালের ০৭ নম্বর মামলা’য় রানীপুর চানমারী গ্রামের মৃত. আব্দুল হকের পুত্র সেলিম বাসির, মৃত. আলা উদ্দিনের কন্যা সেলিনা খাতুন মুন্নি, আব্দুল খালেকের পুত্র সুজন আলী। ২০২৫ সালের ৭৩ নম্বর মামলা’য় কামদেবপুর গ্রামের মৃত. ইরফান আলী’র পুত্র মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুল্লাহ’র পুত্র মাজেদুর রহমান।