সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হিরন

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৩:১২ পিএম
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হিরন

'আর এক মাস পর বাড়িত আইবাম'-পরিবারের কাছে এটাই ছিল মো. হিরন মিয়ার শেষ কথা। কিন্তু বাস্তবতা হয়ে উঠলো করুণ এক অধ্যায়। ৮ বছর ধরে সৌদি আরবে শ্রম দিয়ে ঘাম ঝরিয়েছেন হিরন। পরিবারের স্বপ্ন ছিল এবার ফিরবেন দেশে। শুরু করবেন নতুন করে জীবন। কিন্তু সেই ফেরা হলো না জীবিত অবস্থায়-ফিরলেন কাঠের কফিনে বন্দি হয়ে। গত ১৬ই এপ্রিল সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হিরন মিয়া (৩৫)।

শুক্রবার রাতে প্রায় এক মাস পর তার লাশ এসে পৌঁছায় নিজ জন্মভূমি বাংলাদেশে। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন স্বজনেরা।

পরে লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে। সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানাজায় অংশ নিতে শতাধিক মানুষ জড়ো হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনেকেই প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মরদেহ ফিরিয়ে আনার দীর্ঘসূত্রিতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে