সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৫ জেলে আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৪:৩৩ পিএম
সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৫ জেলে আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ সোনামুখী নদীতে অবৈধ আটন দিয়ে কাঁকড়া ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে নৌকা, অবৈধ আটন সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে গতকাল শনিবার (২৪ মে) ভোর ৫ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের নির্দেশনায় গেওয়াখলী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলা হানিফ শেখ, আছাদ, তারিকুল ইসলাম, রুবেল গাজী ও শুভ বাহাদুর। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে