নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রধান সড়কে বিদ্যুতের সুবিধা দিতে আড়াই বছর আগে স্থাপন করা হয় সোলার লাইট, যেগুলো আঁধার নেমে এলেই জ্বলে উঠতো আবার আলোতে নিভে যেত। এখন এইগুলোর কোনোটা চুরি হয়ে গেছে, কোনোটা ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে পড়েছে এতে সন্ধ্যার পর সড়কে নেমে আসে অন্ধকার। যার কারণে ওই সড়কে চলাচলে বিঘ্ন ঘটছে পথচারীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরিশিরি এলাকা থেকে ঝাঞ্জাইল বাজার পর্যন্ত ১২ কিলোমিটার অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলো আলোকিত করার লক্ষ্যে ২০২২ সালে বাংলাদেশ সরকার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশান এজেন্সির(জাইকা)র অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যায়ে ১০০টি সোলার লাইট স্থাপন করা হয়েছিল। এইগুলো বাস্তবায়নে ছিল উপজেলা পরিষদ। কিন্তু স্থাপনের আড়াই বছরেই সেইসব লাইটের অনেকগুলোই এখন অকেজো পড়েছে।
পথচারী ও স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এসব লাইট নষ্ট হয়ে গেছে। তাদের দাবি যেসব স্থানের লাইটগুলো অকেজো হয়ে গেছে ওইসব স্থানে নতুন করে বাতি স্থাপন করা হোক।
স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, লাইট গুলো লাগানোতে ভালোই হয়েছিল। এই সড়কে রাতে চলাফেরাতে সুবিধা হয়েছিল কিন্তু এখন কিছু কিছু ভেঙে গেছে কিছুগুলা জ্বলে না এই জায়গাতে সন্ধ্যার পরেই অন্ধকার হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ সড়কের লাইটগুলো মেরামত করা দ্রুত প্রয়োজন।
পথচারী সালাম উদ্দিন বলেন, গভীর রাতে চলাচলে ভয় থাকে মনে যখন রাস্তাতে অন্ধকার দেখা যায়, আর দূর্ঘটনাও ঘটে। এই অবস্থায় আমরা আশাবাদী যত তাড়াতাড়ি সম্ভব আবারও এইগুলা সচল করার জন্য ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, লাইটগুলো লাগানো কার্যক্রমে উপজেলা পরিষদের বাস্তবায়নে থাকলেও রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের তাই তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।