‘কৃষিই সম্মৃদ্ধি’ -এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জ সদরে অনুষ্ঠিত হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার ফ্রি স্কুলের উদ্যোগে ‘কৃষক পার্টনার কংগ্রেস’। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কংগ্রেসে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শবনম মোস্তারী। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: শাহীনুল ইসলাম।
অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার প্রকল্প’ Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কংগ্রেসে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চাষাবাদ, এবং পার্টনার ফ্রি স্কুলের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার মোতালেব হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা কবি মেহেদী হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ মাঈনুর রহমান মনির, যুব উন্নয়ন অফিসার মো: নজরুল ইসলাম মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জোনায়েদ হোসেন সাকী, প্রজীপ কর্মকর্তা মো: মোজাম্মেল হক,পিআইও মো: শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পার্টনার কংগ্রেসের উপর প্রজেক্টের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো:মাঈন উদ্দিন।
এ সময় কংগ্রেসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পার্টনার স্কুলের শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান। এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে প্রযুক্তি নির্ভর কৃষি চর্চাকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।