ভূমি মেলা উপলক্ষ্যে দাকোপে প্রেস কনফারেন্স

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৫:৫৬ পিএম
ভূমি মেলা উপলক্ষ্যে দাকোপে প্রেস কনফারেন্স

 “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে দাকোপে অনুষ্ঠিত হতে যাওয়া ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত কনফারেন্সে মেলার সার্বিক বিষয় তুলে ধরে দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জুবায়ের জাহাঙ্গীর বলেন, আগামী ২৫-২৭ মে ২০২৫ ৩ দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। তিনি বলেন মেলার মাধ্যমে সর্ব সাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিষ্টেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহন, ভূমিসেবা ষ্টলে অনলাইন রেজিষ্টেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষনিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবারাহ করা হবে। এ ছাড়া মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা, সেবাপ্রার্থীগনের ভূমি বিষয়ক অভিযোগ শুনানী, রেকর্ড ও সমাধানের উদ্যোগ, জনসচেতনতায় লিফলেট ও বুকলেট বিতরনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে