দিনাজপুরের বীরগঞ্জে স্বামী স্ত্রীর কলহের জেরে আদিবাসী সমপ্রদায়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত ও স্ত্রীসহ শ্যালক গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১ টার দিকে উপজেলা ভোগনগর ইউনিয়নের চাউলিয়া (রামপাড়া) এলাকার শ্বশুরের বাড়ি থেকে স্বামী স্ত্রীর কলহের জেরে জামাইয়ের ছুড়ির আঘাতে শ্বাশুড়ি বাহা বেশরা (৫৫) এর মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং নিহতের ভাতিজা বিকাশ কিস্কু (৩৫) নামে দুইজন আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন।
পরে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও অফিসার ইনচার্জ আব্দুল গফুর এর নেতৃত্বে একদল পুলিশ রাত ২টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে ২ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত শনি রাম মার্ডীর ছেলে সামুয়েল মার্ডী সুপল কে গ্রেপ্তার করে। গ্রেফতার কৃত আসামী উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া এলাকার রামপাড়ার শনিরামের ছেলে সামুয়েল মার্ডি ও তার শশুর বাড়ি একই এলাকায়।
নিহতের মেয়ে মিনি হাসদা ও আত্মীয়-স্বজনরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এটিকে কেন্দ্র করে রাতে নিজ স্ত্রীকে খুনের উদ্দেশ্যে ছুরিকাঘাত করছিল। এসময় শাশুড়ি এগিয়ে আসলে ক্ষিপ্ত হয়ে তাকে খুন করে। তাই আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি সহ সামুয়েল মার্ডীকে গ্রেফতার করা হয় এবং একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।