গজারিয়ায় বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নব নির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪মে)সকাল ১২ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর বাউশিয়া এমএ আযহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা হয়।এই সময় নব নির্বাচিত সভাপতি মো:সাইদুর রহমান মহসিন ও নব মনোনীত কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচছা জানান সাবেক সভাপতি,বিশিষ্ট সমাজ আমিনুর রহমান হারুন শিকদার।এ সময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জাকির হোসেন,বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সরদার আব্দুল কাইয়ুম,অভিভাবক সদস্য ইঞ্জি:মকবুল আহমেদ রতন,শিক্ষক প্রতিনিধি মোখলেছুর রহমান,এছাড়াও নব মনোনীত কমিটিকে শুভেচ্ছা জানাতে আসেন পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মো:হানিফ মিয়া,নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ,বিশিষ্ট সমাজসেবক হাফেজ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।
পরিচিতি সভায় নব নির্বাচিত সভাপতি মো:সাইদুর রহমান শিকদার মহসিন বলেন,এই শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে রয়েছে আমাদের পারিবারিক সম্পর্ক, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি,আগামী দিন গুলোতে শিক্ষার মান উন্নয়ন এর পাশাপাশি শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে কাজ করবো।
উল্লেখ্য গত ১৮মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এই এডহক কমিটি মনোনীত করা হয়েছে।