নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফ (৪৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের চাঁদপুর মহল্লার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবলীগ নেতা উপজেলার শহরবাড়ি গ্রামের আরমান আলীর ছেলে। সে দীর্ঘ দিন উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। প্রথম অবস্থায় তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আস্থাভাজন ও পলকের ফাইভস্টার বাহিনীর অন্যতম সদস্য হলেও পরবর্তীতে তার বিপক্ষের লোক মনে করায় তিনি আওয়ামীলীগের সকর পদ, পদবী থেকে বঞ্চিত হন। এবং নিজেকে ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।