সেনবাগে ট্রাক চাপায় শিশু নিহত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৬:৫২ পিএম
সেনবাগে ট্রাক চাপায় শিশু নিহত

সেনবাগে ট্রাক চাপায় মোঃ মুজাক্কির হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে সেনবাগ পৌর শহরের সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেনবাগ -কানকিরহাট সড়কে আল সৌদিয়া মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মুজাক্কির হোসেনের বাড়ি নরসিংদী জেলার দুলালপুর গ্রামে। সে ওই গ্রামের ফকির বাড়ির মোঃ আকরাম ফকিরের ছেলে। আকরাম দম্পতি বর্তমানে সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

 নিহতের বাবা আকরাম ফকির জানান, মুজাক্কির দুপুরের তার মায়ের সাথে সেনবাগ বাজারে যান। ওই সময় মায়ের হাত ধরে রাস্তার এক পাশে হাঁটছিল সে। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দেয় ছেলেটি। এ সময় ভাঙ্গারী পরিবহনকারী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৮-৩৯৮৫ এর নিছে পড়ে পিষে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেরানেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করনে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকআলা উদ্দিনকে ট্রাকসহ আটক করে পুলিশে সোপার্দ করে। বর্তমানে ট্রাকসহ চালককে থানা পুলিশেল হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে