দেড় যুগ পর ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৬:৫৭ পিএম
দেড় যুগ পর ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নে দীর্ঘ দেড় যুগ পর বিএনপি'র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের তৃণমূল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের অংশ হিসেবে এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শনিবার (২৪ মে) সকালে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্ব ও যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও হেলাল উদ্দিন হাওলাদার এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ বিয়াজ উদ্দিন রানা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সহকারী সমন্বয়ক আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য এ্যাড. আবুল কালাম আকন, শেখ শহিদুল্লাহ শহিদ, মনির আকন ও উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরগণ ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাঁদের পছন্দের নেতা নির্বাচন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে