“ তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ”এ শ্লোগান নিয়ে আগামী ২৭ মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবকদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, হারুন-অর রশিদ, সদস্য উজ্জ্বল মন্ডল, সদস্য রনিউজ্জামান বাপ্পী, সদস্য পিরুল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ফিরোজ আহম্মেদ, শামিম মন্ডল, মুক্তার হোসেন, ইমদাদুল হক, নাইম, অপু প্রমুখ।
বক্তারা ঢাকার সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলতে স্বেচ্ছাসেবক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা চাই স্বেচ্ছাসেবকদলের সব চেয়ে বড় জমায়েত হবে।