শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কালিয়াকৈরে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসি, নয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।