সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে দিল ভারত, পুশইনের সংখ্যা ২ শতাধিক

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) :
: | আপডেট: ২৪ মে, ২০২৫, ০৭:৪২ পিএম : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৭:৪২ পিএম
সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে দিল ভারত, পুশইনের সংখ্যা ২ শতাধিক

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে আজ সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে। এদের মধ্যে ১১ জন নারী, ৬ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কানাইঘাট উপজেলার ৮ নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আটগ্রাম সীমান্ত দিয়ে একটি দলকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। ভারতের আসামের করিমগঞ্জ জেলার কাটাখাল সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা তাদের পুশ করে।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ২১ জনকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। আটক ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের আসামে বসবাস করে আসছিলেন।

আটকদের অনেকের কাছেই ভারতের ভোটার আইডি ও আধার কার্ড ছিল, যা ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। তবুও এসব কার্ড রেখেই তাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত শেষে যাচাই-বাছাই করে আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার মধ্য দিয়ে চলতি মে মাসে বাংলাদেশে পুশইন হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ২০২ জনে। এর আগে মৌলভীবাজার, কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়েও বহুজনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে